টিনের ঘরের ভিতর মোমবাতিটি
মধ্য শীতের রাতে সলতে পাইন গাছের মতো এ দিক - ও দিক দুলছে,
মোমবাতিটি ছোটো হচ্ছে , আর আমার স্মৃতি
ধীরে ধীরে নদীর জলের মতো হারিয়ে যাওয়া
বেগবান স্রোতে স্বর্ণালী স্থানে বাধা নিচ্ছে।
কুয়াশা ঢাকা চাঁদের আলোয় কবেকার
শুকনো পাতায় আগুনের লাগা গরম
দুহাতে বন্দি করে অজানা সুন্দরতায়
মেখে দিয়েছিলাম সবার দৃষ্টি চুরি করে
তোমার হাতে,
যেন পৃথিবীর সকল লজ্জাবতী গাছের অনুভব
নেমে এসেছিল তোমার চোঁখে,
ঠোঁটে নেমেছিল গোলাপী পদ্মের আভা......