সব ক্ষারক ক্ষার না হলেও
       সকল ক্ষারই ক্ষারক হয়;
       ডাকাতে-কালি সেও মা'কালি,
       সব মা'কালিই ডাকাতে নয়।
       বিদ্যাদেবি মা’সরস্বতী,
       সারস্বত নেই বীণাপাণির;
       নেই পুস্তক বাদ্যযন্ত্র
       জয়ধ্বনি শস্ত্রপাণির।
       নতুন পুজোয় নতুন মন্ত্র,
       ভক্ত সাজেন অস্ত্রধারী;
       কলম ছাড়া ছড়ি ঘোরান
       তারাই পুজোয় মন্ত্রধারী।
       এ সারস্বত নয় শ্বেতাম্বরী,
       শ্বেতগন্ধানুলেপনা;
       ভক্তি কেবল শাক্ত মতে
       লোহিত সেচে হয় আলপনা।
       প্রতিশ্রুতির জ্ঞান মন্ত্র
       পাঠ্যবিহীন, বিদ্যা কাঁদে;
       বিল্বপত্র পুষ্পাঞ্জলির
       জলাঞ্জলি আর্তনাদে।।