গোলাপ বলে পদ্মরাণী
টগর কোথায় বল,
গন্ধরাজের দেশে দেখি
দোলনচাঁপার চল।
কানে দোলে ঝুমকো লতা
নাগকেশরের মালা,
মোরগ ডাকে বকুল পারুল
আন দোপাটির ডালা।
ও রজনীগন্ধা  তোমার
গন্ধে  ভুবন ভরে,
সূর্যমূখী সূর্যপানে
মুখটি তুলে ধরে।
সন্ধ্যামণি ব্যস্ত সাঁঝে
ঘর করেছে আলো,
কদম, গাঁদা, যূঁই, মালতী          
সবার লাগে ভলো
শ্বেত করবী, লাল করবী,
নয়নতারার ঘরে,
পলাশ, শিমূল, গুলঞ্চ আজ
সেজেছে কার তরে ৷
পথের পাশে কৄষ্ণচূড়া
রাধাচূড়ার সারি
দুলছে শালুক, রাঙাজবার
সঙ্গে কি তার আড়ি ৷
কনকচাঁপা অনেক আছে
রঙ্গনে নেই কাজ
আকন্দ নয় শিউলিতে ভাই ভরবো আঁচল আজ।