পাখিরা উড়ে যায়, দূর হতে দূরে যায়;
নীড় ছেড়ে মিশে যায় মেঘেদের ভিড়ে।
মানুষেরা মরে যায়, ঝরে যায় কুসুমেরা;
সবকিছু চলে যায়, হয় না ঘরে ফেরা!


উড়ে যায় মন, পড়ে থাকে দেহ
ভুলে যায় সকলেই, মনে রাখে কেহ?
বয়ে যায় নদী, বহে নিরবধি—
বেঁকে যায় পথ, বাঁধা পায় যদি।
রয়ে যায় জল তার, বয়ে যায় তবু,
মানুষেরা গত হলে ফিরে না তো কভু,
                    হয় না ঘরে ফেরা!


আমাদের দ্যাখা হয়, কথা হয়, প্রতিদিন
তবু যেন মনে হয়, বেঁচে আছি তুমিহীন।
আরও দূরে মনে হয়, এলে কাছাকাছি;
                    মনে হয়- আছি!
কখনও হয়নি আপন, প্রিয় মানুষেরা;
                    প্রিয় মানুষের হয় না ফেরা!