নিস্তব্ধ নির্জনতায়, গাঁয়ের বাঁকা মেঠো পথ—
একাকীত্বের বেদনা নিয়ে, নিয়ে আঘাতের ক্ষত যতো!
বুক পেতে থাকে। কেউ মাড়িয়ে যায়, কেউ ছাড়িয়ে যায়।
আদতে কেউ তার নয়!
কেউ তার গা'য়ে ছড়িয়ে দ্যায় না ফুল কিংবা মুক্তোর মালা—
কানের দুল, গলার হার কিংবা হাতের বালা।
কেউ বুঝে না, কেউ জানতে চায় না তার কাছে—
পথ, তোমার বুকেও কি জমা করা একরাশ নিদারুণ দুঃখ আছে?