আমি নন্দিত নয়, নিন্দিত হতে এসেছি এ ধরায়
আমি ভালবাসা নিতে নয়, ভালবাসা দিতে এসেছি এ ভূবনে
আমি লীলা করতে নয়, লীলা দেখতে এসেছি ভবলীলায় ৷
তবে কেন হব আমি অপরাধী
কেন পাব যন্ত্রনা আমি
কেন করব প্রতিনিয়ত কষ্টের সাথে পায়চারি ৷
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আমি জন্ম নেয়নি, আমাকে জন্ম দেওয়া হয়েছে
আমি ইচ্ছাকৃত ভাবে আসিনি, আমাকে পাঠান হয়েছে
আমি চেয়ে নেইনি, আমাকে দেওয়া হয়েছে ৷
তবে কেন আমি আমার নয়
কেন আমার মন আমার নিয়ন্ত্রনে নেই
কেন আমার হৃদপিন্ড কাঁপে অন্যের জন্য ৷
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আমি বুঝি না ভাল - মন্দ
মানি না আমি সুখ - দুঃখের দ্বন্দ্ব
চাই না বিবাদ চাওয়া - পাওয়ার ৷
ফিরিয়ে দাও আমায় আমার
ভালবাসা নয় ভাল থাকতে দাও আমায়
স্বাধীনতা নয় মুক্তি দাও আমায় ৷