তোরা বরং
একটু মদ দে, খেয়ে একটু নেশা চড়াই
থাক না, প্রিয়ার মিষ্টি কথা
ও গুলো তো আর সবার সয় না
ভালোবেসে, ভালোবাসায় জীবন তো সবাই গড়তে পারে না ৷৷


ওগুলো রোমান্টিকতা
ওগুলো আমার মানায় না
ভালোবাসি বলে প্রিয়ার বক্ষে হাত বোলানো
কখনো বা মিষ্টি ঠৌঁটে আগুন ঝড়ানো
এগুলো প্রেমের পথ চলা
এগুলো আমি পারি না
আমি যে রোমান্টিজম নই ৷৷


তোরা বরং
একটু গাজা দে, খেয়ে দেখি ধৌয়া কেমনে উড়ে
হৃদয় পোড়া, ধৌয়া যে রোজই উড়ে ৷৷


তোমরা সভ্য  মানুষ
তোমরা হে মানুষ, তোমরাই বলো
আত্মায় আমি ন্যাংটা  বলে
কাপড়ে, নেশাতে যৌনাঙ্গ কি খোলা রাখবো?
চরিত্রে আমি নষ্ট বলে
প্রেমের মাঝে কি আমি ডুববো না ?


প্রেমিকার সাথে
তার তুলতুলে  মাংসে, আমার শরির মেশাই না বলে
আমি প্রেমিক না ?
আমি কি ভালোবাসা পাবো না?