ভালোবেসেছি আমি তোমায়,
এক আকাশ তারা রাতের অন্ধকার আঁচলে ৷


প্রজাপ্রতির মতো আমি উড়ে বেড়িয়েছি,
খুজেছি তোমার মনের বাগান অন্ত পুরিতে ৷


ভেঙেছে ডানা—
বুকে লাল রক্তাক্ত না পাওয়ার যন্ত্রনায় করুন শঙ্খের মতো ছবি ৷
ছড়িয়েছে আলো —
ভোরের আকাশখানায় হাজার স্বপ্নের জাল বোনা ৷
নতুন ফুল ফুটিতেছে—
প্রতিটি পাঁপড়ি কথা বলে,  তবু কথা বলে ৷
জানি তার আশা কুয়াশায় মিলিবে না —
তবু যেন বাঁধিতেছি সবই আশা ৷