হতে পারে সমাপ্তি বিষন্ন আকাশে
হতে পারে ভালোবাসা শেষ এখানেই
দিয়ে যাবো সমাদরে নিঃসৃত মন
অবহেলায় আলগোছে মুছে ফেলা জল।


পুস্তিকা পঞ্জিকায় মহাপ্রলয়ে
দেখা হলে হবে সেই চির বিকেলে
দুরান্ত অবসানে যেই পথ ছিলো
তারাদের থেকে বলো কতো দূরে আলো!


মগ্ন মাতাল ঢেউ
উঠোনে দাঁড়িয়ে কেউ
নিথর চোখ কপালে উষ্ণ আর্দ্র তাপমাত্রা
আর ফিরে যাবার পথে ছিলো রক্তাক্ত পিঞ্জিরা।

তবুও তোমার দুচোখ ছাপানো ক্রোধ
জানালার পাশে অদুরেই ছিলো বর্ষা
তাকিয়ে ছিলো নিঃশব্দে বাতাস
বিক্ষুব্ধ মস্তিষ্কের ক্রমাগত অবসাদ।