এখানেও আকাশ মেঘলা ভীষণ
মেঘের বুক চিরে বজ্রলেপ পরে
ঝঙ্কার তুলে গান গায় বেহালায়
কণ্ঠে গম্ভীরা সুর ছাপায়।


রাত অবেলিস্ক মহুয়া পাহারাদার
ভিজে হয় একাকার।
শান্তিতে আজ ডানা মেলে চোখ
জেগে উঠে স্বপ্নচারিতায়।


এখানে আজ আকাশ সুন্দর
ঘন নীলে ঢাকা জানালার কাঁচ
দেখতে ভীষণ ইচ্ছে তবুও
ওপাশে মুখোশের বিমূর্ততার ছাপ।


খবর দিয়েছে পাহারাদার তখন
বৃষ্টি ভেঙেছে বিষাদ
আমারও তাই মন খারাপ হয়
রাত্রি কিভাবে সাজাই?


এখানেও মেঘ জমে বুকে
বজ্রমুষ্ঠি ঝাপিয়ে পড়ে এসে
আঁকড়ে ধরে ছায়ামুখ দেয়ালে
অদ্ভুত অবয়বে প্রিয়মিলন ঘটে।


এখানেও বৃষ্টি আসে
আসে ঝাপসা পিছুটান
এখানে বৃষ্টির রঙ তাই
চিরকাল রবে নীলাম্বর!