নিজের ভিতরে জ্বালানো আগুনে
নিজেকে দিয়েছি আত্মাহুতি!
আগুন জ্বেলেও রাখতে পারিনি,
দেওয়া  কথার প্রতিশ্রুতি।

জানালাটা খোলা,হৃদয়েতে দোলা,
মনে জমে থাকে কত কথা!
কথার ভিতরে, থাকে থরে থরে,
বুকে চেপে থাকা নীরবতা।

চুপ করে রই, কার কাছে কই,
মন-যাতনার কথা রাশি?
আগুন কে তাই বলেছি আমার
মনের কথাটি পরকাশি।

          ---০--+