।।চাঁদের দেশে ভারত।।
(২৩/০৮/২০২৩।সময়:০৬-০৪)
আজ ভারতের এক নয়া ইতিহাস
গড়বার শুভ দিন।
এই শুভদিনে নেমেছে চাঁদের মাটিতে
চন্দ্রযান-তিন।
এক দীর্ঘ প্রতীক্ষার হল আজ অবসান
অবশেষে।
ভারত -ই প্রথম পা রাখলো চাঁদের দক্ষিণ
মেরু দেশে!
ঘড়িতে সময় যেই ঠিক ছ'টা বেজে হয়ে
গেল চার;
সারা বিশ্ব সাক্ষী  থাকল  এক অনন্য
সফলতার!
আজ ভারতের  হাতের মুঠোয় ওই
সুদূরে থাকা চাঁদ!
দিকে দিকে তাই খুশিতে ওঠে এক
শুভলগ্নে শঙ্খ নাদ।
ল্যান্ডার "বিক্রম " তুমি ছুঁলে অবশেষে
অধরা চাঁদের ভূমি!
তোমার সাফল্যে  আজ ধন্য এ দেশ,
ধন্য ধন্য তুমি।
আজ জগৎ সভায় শ্রেষ্ঠ  ভারত, চাঁদকে
করেছে জয়!
ভারতের কীর্তি  ছড়িয়ে পড়েছে আজ
নিখিল  বিশ্বময়!