কবিতাকে খুব ভালোবাসি বলে,  কবিতায় বসবাস ;
শব্দগুলিকে তাই ধরে রাখি, এই অন্তরে বারোমাস।
যা কিছু করি না কেন, আমি ঋণী কবিতার কাছে!
অনুভবী এই মন অনুক্ষণ তাই কবিতাকে ধরে আছে
গাছের ছায়ায় বসে একা-একা কথা ভাবি কবিতার।
নিরন্তর চলে এই অন্তরে খেলা,  শৈল্পিক ভাবনার।
কবিতাহীন এই মন হলে,জীবন মরুভূমি হয়ে যায়-,
মনের ফসল কবিতায় এ' জীবন ভরে তো পূর্ণতায়।
কবিতা গাছ ভালোবাসে,কবিতা রোদ্দুর ভালোবাসে;
শারদ আকাশের সাদা মেঘ-মালা কবিতাতে ভাসে।
কবিতা গাছ ছুঁয়ে,পাতা ছুঁয়ে,ফোটা ফুল ছুঁয়ে থাকে;
কবিতাই সাত-রঙা রামধনু, আকাশের গায়ে আঁকে।

গাছের ছায়ায় কবিতাই এনে  দ্যায় শান্তির হাওয়া;  
সেই ছায়ায় বসে  কবিতার কথা শুধু  ভেবে যাওয়া।
কবিতাকে খুঁজি ঘাস-মাটিতে, খুঁজি আকাশের নীলে,
তাকে খুঁজি কাশবনে,খুঁজি জীবনের মাত্রাবৃত্তে মিলে।
শিশির বিন্দুতে খুঁজি  তাকে, খুঁঁজি সকালের রোদে;  
বিষণ্ণ যণ্ত্রনায় খুঁজি তাকে, খুঁজি ছায়া-ঘন বোধে।
                ---0---