আগুনে পুড়িয়ে ফেলেছি দু'হাত ভুলে ;
দহনের জ্বালা জুড়োতে ঢেলেছি জল।
আসল কথাটি বলি অকপটে খুলে,
এ' জ্বালা জুড়োতে জল আজ অসফল;
পোড়াবে হৃদয়, পোড়াবে তাপিত মন,
পোড়াবে দুঃখ জ্বালা-যণ্ত্রনার ভার,
তেমন আগুন খুঁজে মরি সারাক্ষণ,
যে আগুনে পুড়ে খাঁটি হবে সংসার।
এই শরীরেই যে আগুন আজ জ্বলে,-
সে আগুন বলো নেভে কী কখনো জলে?
যে আগুন জ্বলে এ' অন্তরে অহরহ-
সে আগুন নেভে মন পুড়ে খাঁটি হ'লে।
আগুন নিয়েই নিয়ত আগুন-খেলা ,
অগ্নি লিপিতে লেখা হয়  ইতিহাস ;
আগুন নিয়েই এই পা-তোলা,পা-ফেলা,
আগুনের সাথে ওঠা-বসা বারো মাস ;
আগুন আজও এই মনে দ্যায় দোলা!
আগুন মানেই:প্রাণে উৎসব-মেলা ;
আগুন মানেই:দখিন দুয়ার খোলা;
আগুন মানেই:হৃদয়ে ভাসানো ভেলা ।
               --0--