বৃষ্টি-ছোঁয়া প্রথম আষাঢ়,আর বৃষ্টি-ছোঁয়া এই মন ;
বৃষ্টি-ছোঁয়া এই আষাঢ়ে রইল,  তোমার নিমন্ত্রন।
বৃষ্টি-ছোঁয়া এই আষাঢ়-দিনেই ঘরে এলে তুমি ;
তোমায় ভিজতে দেখে মনের সুখে ভিজলো বনভূমি...
বৃষ্টি-ছোঁয়া এই বনভূমির  মনে  ভীষণ পুলক লাগে
বৃষ্টি-ছোঁয়া নদী নালায় প্রথম আষাঢ়ে সুর জাগে।
বৃষ্টি-ছোঁয়া গ্রামের উঠোন,বৃষ্টি-ছোঁয়া কুঁড়েঘর ;
বৃষ্টি-ছোঁয়ায় দ্যাখো ,একসাথে ভেজে গ্রাম ও শহর ।
বৃষ্টি-ছোঁয়া খাল-বিল-ডোবা-পুকুর-নালা-নদী ;
আমি ছুঁতে চাই মেঘ খানাকে,একবার পাই যদি!
                     --০--               -  ।
  বর্ষার আয়োজন...
                                                  ।