পাড়ার যতো ছেলে-মেয়ে দিঘীর জল তোলপাড় করে-
আনন্দে মেতে  রুই-কাতলা-মৃগেল-ট্যাংরা-পুঁটি ধরে ;
কেউ ধরেছে শিঙ্গি মাগুর,কেউ ধরে  তেলাপিয়া ,কই।
দিঘী ঘিরে শীতের দিনে  শুধু আনন্দ আর  হইচই!
দিঘীর জলে সকাল বেলায় কাদা মেখে গায়ে একী!
উদোম  গায়ে নেমে পড়েছে একটি শিশুকে আজ দেখি
হাজার জটের জটলা মাথায়,তেল না পড়া তার চুল;
শিশু তো নয় ,ভগবানের বাগানের  সদ্যফোটাফুল !
পৌষের শীতে কাঁপছে শিশু,তার কাদা-মাখা দুই হাত।
শিশুস্বপ্ন দ্যাখে,ভাজা মাছের সাথে খাচ্ছে গরম ভাত;
দিদিটি তার মাছ ধরে চলেছ , কোন সে সকাল থেকে।
জলে নেমেছে তার ছোট্ট ভাই,দিদি হঠাৎ চেয়ে দেখে;
ভাইকে জলে নামতে দেখে ,দিদি ভাইকে চোখ রাঙায়;
যিশু! এবার কিন্তু বকা খাবি,যা, উঠে যা ভাই ডাঙায়।
দিদি অনেক মাছ পেয়েছে আজ ,  দিঘীর ঘোলা জলে;
মাঘে দিদির বিয়ে,পণ নেব না,পাত্র পক্ষ গেছে বলে।
পৌষের সকাল কী খুশী আজ!সোনা-সোনা রোদ্দুরে ;
গরম ভাত আর মাছের স্বপ্ন,  যিশুর  দু'চোখ জুড়ে!  
                          --0--