মেয়েটি এই প্রথম বার পেরিয়ে এলো বাড়ির চৌকাঠ ;
ছেড়ে এলো। চেনা ঘর,চেনা উঠোন,চেনা রাজ্যপাট।
জীবনে বিতৃষ্ণা,তাই এইভাবে সব ছেড়ে চলে আসা;
জীবনে না পেল ঘর,না পেল সুখ, না শান্তি,ভালবাসা!
পথে দাঁড়িয়ে ভাবে.নারী,এই বার যাবে কোনদিকে?
পথ অথবা ঘর,আজ তাকে বেছে নিতে হবে একটিকে।
এক নারীসত্তা বলে ওঠে, কখনো আর ঘরে ফেরা নয়।
অন্য সত্তা বলে ওঠে,সংসারকেই এতো করো ভয়!
চৌকাঠ পেরিয়ে শেষে সংসারেই ফিরে যায় নারী;
আবার সংসার।রাজ্যপাট,চেনা উঠোন,চেনা ঘর-বাড়ি।
                        --০--





           ...


           ।