স্বরলিপি ঘিরে থাকা জলে ঢেউ-দাগ ;
ভেজা-চোখ ঘিরে থাকা জলে জমে নুন।
ঘন অন্ধকার ঘিরে থাকা বোধ-আলো,-
মনের  ভিতর  ঘরে  জ্বালায়  আগুন।
দীর্ঘ বারান্দায় কার পড়ে দীর্ঘ ছায়া ?
বর্ণমালা ঘিরে থাকে সকালের রোদ ;
বাত্যাবাহী মেঘ ঘিরে বাতাস শাসায়।
উধাও সততা আর ন্যায়,মূল্য বোধ;
হৃদয় কে ঘিরে থাকা শব্দ,বর্ণমালা,-
জীবনের ভুল অঙ্কে গণিত জটিল!
সময়ের মাত্রাবোধে স্বরলিপি গান,
আত্মবিশ্লেষণে খোঁজে মাত্রাবৃত্তে মিল।
ঘাসের ভিতরে ঘাস,মাটি ছুঁয়ে মাটি;
নীলমেঘ কাশবনে স্বপ্ন খোঁজ করে;
স্বপ্ন দ্যাখে,নীলমেঘ মগ্নমায়া ঘুমে।
শিউলি-সুবাসে ভোর হাজির আসরে!
শিউলি-সুবাসে মাতে শারদ-সকাল;
মেতে ওঠে বৃক্ষ-লতা,ফুল-পাতা-ঘাস।
মেঘমালা ঘিরে থাকে বৃষ্টির ভিতর;
স্বরলিপি ঘিরে থাকে,প্রেম ও বিশ্বাস।
              --০--