কার হাসি,হাসিগুলি ঝরে বিলুণ্ঠিত ভূমে ;
কার হাসি,হাসিগুলি ঝরে ভোরের কুসুমে !
কার হাসি,হাসিগুলি নিয়ে আসে আলো-আশা?
কার হাসি,হাসি গুলি বয়ে আনে প্রাণে ভাষা!
কার হাসি,হাসিগুলি মুছে  দ্যায় যতো ক্ষত!
কার হাসি,হাসিগুলি ডেকে এনেছে শরৎ?
কার হাসি,হাসিগুলি-ই শিউলি-ঝরা ভোরে,-
ভোরের শিশির হয়ে ঘাসে কেঁদেছে অঝোরে!
                    
              --0--
                                                                 ;