জাফরাণী সাইন থিটা থাকে,কস থিটার ঘরে ;
ফিরোজা রঙ কোসেক থিটা,সেকের হাতটি ধরে।
ময়ূরকণ্ঠী সেকথিটায় জটিল ত্রিকোনমিতি ;
সাইন-কস-ট্যান-কটেরাই টানে কথার ইতি।
কথার ইতি,ইতিকথায় ত্রিকোনমিতির জট!
কোন কথা ট্যান ও সাইন,কোন কথা সেক-কট।
কোসেক-সেকের জটিল মনে কেবল অভিসন্ধি!
কস-সাইনের ভালবাসায় ,ট্যন আর কট বন্দী।
কোসেক-সেকের সঙ্গে তবু কস ও সাইন মেশে;
ত্রিকোনমিতির জটিল জালে জড়ায় অবশেষে!


            --০--