যে মুহুর্তে তুমি উচ্চারণ করো ,-
"ভালবাসি"-এই শব্দ-কল্পটিকে;
তখন সমস্ত মেঘ সরে যায়,
রৌদ্র-ছোঁয়া হাসি ঝরে চারদিকে।


যে মুহুর্তে তুমি উচ্চারণ করো :
আমি থেকে যাব মানুষের পাশে;
মানুষকে আপন করেই নেব,
জীবনবোধের পরম বিশ্বাসে ।


তখনই তো আকাশ হেসে ওঠে;
আরো বেশি করে গায়ে মাখে নীল!
বাতাসও খুঁজে পায় মধুরতা,
জীবনের ছন্দে খুঁজে পায় মিল।


যে মুহুর্তে তুমি উচ্চারণ করো :
ভালবাসা হলো,জীবনের সুর।
তখনই সূর্য ভরালো আকাশ,
ছড়ালো উজ্জ্বল সোনালী রোদ্দুর ;
         --০--