কিছু শব্দ অনুভবে থাকে স্বপ্নের ভিতরে;
কিছু শব্দ বৃষ্টি হয়ে মাটিতেই ঝরে পড়ে।
কিছু শব্দ পাতা হয়ে ঘূ্র্ণিবায়ে দেখি ওড়ে;
কিছু শব্দ  নৈঃশব্দ্যেরই একাকীত্বে পোড়ে।
কিছু শব্দ মাত্রাবৃত্ত,  অনুপ্রাসে  ছন্দ  মিল ;
কিছু শব্দ অনুকল্প, তার নির্মিতি জটিল ।
কিছু শব্দ অনাঘ্রাতা ফুল, বিমুর্ত বিন্যাসে ;
কিছু শব্দ যে মায়াবী মেঘ, অমিত আকাশে ।
কিছু শব্দ এই জীবনের  ব্যতিক্রমি ভুল ;
কিছু শব্দ অবিন্যস্ত , ঝড়ে বিধ্বস্ত মুকুল।
কিছু শব্দ সাবলীল এই সংযত জীবনে ;
কিছু শব্দ উপলব্ধি বোধ,জীবন যাপনে ।
                --০--