জীবন আমার হাজার ভুলেই ভরা ;
কোন কোন ভুল,  চরম সাংঘাতিক!
ভুল বন্দরে এই জীবন-জাহাজ ভিড়ে;
ভুল পথেতেই  হারিয়েছি সব দিক ।
আঘাত দিয়েই ভুল তো করেছি ঢের !
মন্দ কথা বলে,কম তো হলো না ভুল ;
ভুল করাই তো এই  ধর্ম  জীবনের।
ভুলের খাতায়  হাজার রকম  ভুল!
কোন কোন ভুল, কাঁটা হয়েই তো বেঁধে!
কোন কোন ভুল, ফোটায় যে বুকে ফুল।
              --০--                        
বাঁকুড়া,০৪/১২/১৯৯৮