পাখীর আনন্দ তার উড়াতে
ফুলের সুখ যত রেণু ছড়াতে।
বাদল মেঘ হাসে অকালবর্ষণে
কৃষকদের খূশী মন হলকর্ষণে।
দেবীর চরণে তো ভক্তের মন
নিন্দুকের ধর্ম শুধু চরিত্র হনন।
দেবতা আকার পায় মুর্ত্তি ভবে
ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় যবে।
আলোর পদচিহ্ন আকাশে না রয়
অপূর্ণতায় থাকে লজ্জা, ঘৃণা, ভয়।
ডুবুরির কর্ম শুধু ডুব দেওয়া তলে
পারের যাত্রী যে   সে ভেসে চলে ।
            ******