মন বলে - এই তো আমি
স্মৃতি ভাবে - কোথায় যে থামি!
কটু বলে- ছিলাম,আছি,থাকব
মান বলে - লজ্জা কোথায় ঢাকব?


সত্য বলে- আমি কোথায় যাই?
মিথ্যা বলে- আমি আর নাই।
ঘৃণা বলে- এই আছি আমি
তা দেখে শুধুই হাসে অন্তর্যামী।


আকাশ বলে - লক্ষ প্রদীপ জ্বালি
তার মাঝে ধরা দেয় চাঁদ একফালি।
সূর্য ধরায় এসে বলে - এই তো এলাম
চাঁদ-প্রদীপ লজ্জা ঢাকে - আমরা গেলাম।


প্রেম বলে- আমি থাকি সকলের তরে
মরণ বলে - জীবনতরী বাই কেমন করে!
অশ্রুজলের পদ্ম বলে - নিও মোর দান
বীনার সুরে ওঠে বেজে নানা সুরের তান।
               ********