আমি চোখ মেলে থাকি
কখন যে পাব তারই দেখা,
ভালো,মন্দ,নিন্দা,খ্যাতি ছাড়ি
তার শেষ সমাপ্ত ছবি হয়নি যে আঁকা।


আমি চোখ মেলে থাকি
ঘাসের 'পরে ছড়িয়ে পড়া শেষ বিকেলের আলো
নয়ন ভুলানো শিশির ভেজা ঘাসে ঘাসে
কেমন করে পাষাণ-গলা সুধারস ঢালো।


আমি চোখ মেলে থাকি
চকিতে কখনো যদি তোমার ছায়া দেখি,
পরিপূর্ণ রুপখানি তার দেখিবারে চাই
ভাষাহীন ক্রন্দনে যেন দিয়ে যায় ফাঁকি।


আমি চোখ মেলে থাকি
গর্বে যারা অন্ধ আজি সর্ব দেহ মনে,
দিনান্তের এই পড়ন্ত বিকেলে আজ
সময় হয় নি দিন ফুরোবার আমার নিবেদনে।
              **********