কে বলে তোমায় চিনি না,
খুব বেশী করে চিনি তোমায়।
তুমি ছিলে, তুমি আছ, তুমি থাকবে
সমাজের বাস্তবতার আনাচে কানাচে।


তোমার বাড়াবাড়ি নিয়ে কথা হয়,
কেউ বা বলে তুমিই দায়ী।
তুমিও ছাড়ার পাত্র নও--
সরলকোনে দায়কে ঘুরিয়ে
হাত-পা ঝেড়ে ফেলতে চাও
সন্দেহের মায়াবী তীক্ষ্ণ তিরটা
সতর্ক মানুষের পানে সরিয়ে ।


তুমি বল, আকাশ কালো করে কে!
আমি থাকি নিরুত্তর ছবি।
তুমি বল, বাতাস দূষিত হয় কেন?
আমি লুকোবার পথ খুঁজি।
তুমি বল, মাঠ- ঘাট- রাস্তা ভাঙ্গে কেন?
আমি ঢাকা দিই আমার কূ-কর্ম ।
তোমার কৈফিয়ৎ চাওয়া মানুষের কাছে
আমার প্রকাশ নিরুত্তর ছবি।


মাটি তপ্ত হয় মরুভুমির ন্যায়,
সূর্য এগিয়ে যায় ওজোন পেরিয়ে,
দাম্ভিক সমুদ্রের ক্রুর অট্টহাসি
সুন্দরবনকে আয়াসলব্ধ গ্রাসে।
-- তাও কি প্রকৃতি দায়ী?
তোমার সন্দিগ্ধ মনের কোণে
খেলা করে কোন গভীর গোপন?


বিপথে ফেলা মনুষ্যত্বের সংজ্ঞাটাকে
নাই বা ধরে রাখলে,
হোক না কিছু ক্ষতি তোমার
ধরাকে বাঁচিয়ে রাখতে।
        ----------