ছিল কোন এক গভীর আঁধার কোণে
বৃষ্টি পায়ে পায়ে বেরিয়ে পড়া এক আগন্তুক,
যেন ধরা দেয় উজান বেয়ে নীল নীলিমার পারে।


হয়তো বেশ ভালই ছিল কোন এক অচিন দেশে
যেখানে ছিল না কোন রেষারেষি,হানাহানি।
নতুন দেশে আগমনে তার কপালের ভুরু কোঁচকায়,
মিটিমিটি চোখ মেলে অবাক বিস্ময়ে চেয়ে থাকে।


অচেনা ধরার কোল বেয়ে হাঁটতে গিয়ে হোঁচট খায়
হয়তো বা কোন গভীর গোপন তার মনে উঁকি মারে,
কারো মদতে আজ সে ডানা মেলে উড়তে চায়,
মেঘের ভেলার মত সাদা আকাশে ভেসে বেড়ায়
গগনপানে চেয়ে থাকা নীল পরীদের দেশে।


শুরু হোল নবজীবনের সে এক নতুন পথচলা
হোক না আঁকাবাঁকা পথ, হয়তো বা বন্ধুর,
এগিয়ে যে যেতেই হবে তাকে- সোপান বেয়ে
যেখানে গেলে মিলতেও পারে সোনার সে রাজহাঁস।


পৃথিবী থাকুক না চেয়ে তার পানে-
এবেলা কি-ই বা এসে যায় তার!
শিয়রে দাঁড়ায়ে তার মুগ্ধ যে রমণী
সে যে জ্ঞানের লক্ষী খোলে ভালোবাসার দ্বার।
          ---------