মুকুট মলিন হয় অপমানে লাজে
ধনে, মানে,তেজে পুষ্ট হয়েও না বোঝে,
অস্ত গেলে রবিবর জৌলুষ হারায়
বিস্তৃত সুনীল সিন্ধু সোহাগ লুটায়।


কুসুম শুকালে পরে সৌরভ হারায়ে ফেলে
তারে আর নাহি যায় চেনা,
সুখের স্বপন শেষে মলিন হাসি হেসে
ইন্দ্রধনু হতে চায় ভুলিতে সব যাতনা।
         ----------