কে তুমি রাণীর সাজে
আছো মোর দুয়ারে দাঁড়ায়ে?
অভিমানে শ্বেত স্বচ্ছবাস
চেয়ে থাকো মোর পানে দু'হাত বাড়ায়ে।


জলে, স্থলে, আকাশের নীল নীলিমায়
বর্ষিয়া আনন্দরস সকলের সনে,
দূরের আঙ্গিনায় ফেলিয়া চরণ
পাতিলে সংসার খেলা বহুবিধ প্রেমে।


নিশিদিন সবে রাখি চোখের মাঝারে
সরালে অভাব তার অতৃপ্ত বাসনা,
পূর্ণ করিবারে কোটি হৃদয়ের ডাক
শিয়রে বসি স্বপ্নমালা করিলে রচনা।


রবিকিরণ মাঝে সুখের সাগরে
ডুবন্ত প্রাণ কাঁদে মৃত্তিকার তরে,
আপন সৌরভে থাক সদা হাসি মুখে
আচ্ছন্নে ভরা দেহ তব হৃদয়ের ভারে।


গৃহহীনে দিলে গৃহ - জ্বরাকে অভয়
হৃদয়ের ব্যথা ছাড়ি নিশ্চিত আলয়।
ঢাকিলে দূঃখীর ব্যথা আপন ছায়াতে
আমার চাওয়া শুধু রব তোমার সাথে ।
            ----------