বাড়ীর ছোট্ট মেয়ে আলো
গায়ের রঙটি বেজায় কালো,
সর্ব অঙ্গে তার চাকা চাকা দাগ
কেউ করে না আর তারে সোহাগ।
রোগীকে যবে পরখ করে
এক নাড়ী টেপা ডাক্তার ,
সব শেষে বিধান দিলে সে
হবে না যে মেয়ে ঠিক আর ।


পাড়ার অজানা বদ্যি রামধন
বাড়ীতে নাহি লোক নাহি জন,
বললে কোথা হবে নাকো যেতে
আমিই নেব তারে বুক পেতে ।
ত্বরা লয়ে গিয়ে পাশে তারে
নিজ দাঁত দিয়ে মাটি চেরে,
সবুজ নরম এক বিছানায় শুয়ে
কাদামাটিতে সে দিলে তারে ধুয়ে।


অবাক বিস্ময়ে চেয়ে থাকে সবে
মেয়েটি কি আর বেঁচে রবে!
বদ্যি তখন বলে মুচকি হেসে
কাদামাটিতে রেঙে রাঙা বেশে।
এবার মানা নেই আর যেতে কাছে
তার কি আর কোন রোগ আছে?
বলে সকলে মেয়ের হোল শুদ্ধি
কোত্থেকে এল বাহবা এই বদ্যি।
        --------