আজকে যে জন্ম নিল দূঃখী মায়ের কোলে
বন্ধ হয় হেথায় দ্বার হোথায় দ্বার খোলে ।
কেউ বলে সে শুধুই মানুষ আর তো কিছুই নয়
গভীর হৃদয় নীরবে লুকায় সবার  'পরে রয়।


ছিন্ন, জীর্ণ, মলিনের সাথে জীবনটাকে জুড়ে
উপ্ত করিতে সৃষ্টির কাজ নিজের কপাল পুড়ে।
বিচিত্রবোধ মানে এ ভুবন লক্ষ্যে থাকে স্থির
অজানা পথের ইঙ্গিত মেলে ঋজু রেখে শির ।


এলোমেলো হাওয়া আমলকির বনে দোলা দিয়ে যায়
দূঃখ-সুখের মাঝে ঢাকা দেয় ছায়া মনের কথা হারায়।
নবীন প্রাণের চঞ্চলমন যত ঘুরে বেড়ায় আনমনে
দিনের শেষের নতুন পালা এক রঙ্গমঞ্চের প্রাঙ্গনে।


শেষের আলোর ঝলকানিতে বিমর্ষ কচি পাতা
নবজীবনের তানপুরা যেন শেষের সুরেই বাঁধা।
স্বল্পভাষী হতবাক সে ক্রন্দন লুকায় অগোচরে
তাহারই মত অনেক শিশু আছে যে ঘরে ঘরে ।
               ----------