কে তুমি একা গোপনে    বসে আছ সৃষ্টির টানে
     অপেক্ষা করিছ শুধু অন্ধকারে,
মহানেরে খর্ব করে    শাশ্বত সত্যকে ব্যঙ্গ ভরে
     মহাকাশের শুণ্য পূর্ণ করিবারে।


সৃষ্টির সাথে করিছ খেলা   ভাসায়ে যত অমৃত ভেলা
    আপনদানের পুণ্যে স্বর্গ বহুদূর,
মন্দ ভাগ্যেরে জড়ায়ে বুকে   মূক যারা দূঃখে সুখে
   আশ্বাসের বাণী লাগে সুমধুর।


নবজীবনের ভরা আশ্বাসে   পুরাতন নতুনের বেশে
   যেন রচিলাম এই দীপখানি,
ভাঙ্গাচোরা আঘাত যত   হৃদয়ের যত কিছু ক্ষত
   বারেক শোনায় তারা অমৃতবাণী।


না চাহিতে তৃষ্ণার বারি   সুনীল জলে ভাসায়ে তরী
  রিক্ত মনে ক্লান্ত কায়ায় বেড়ায় আনমনে,
ত্যাগ করি নিজ অঙ্গনসীমা  লভি দেবের অপার মহিমা
  সন্মুখে ছুটে চলি অজ্ঞাতের টানে ।


মনোবীণায় সুরের আসন পাতি  সন্ধ্যারতির পরে নিবে সব বাতি
   দিনের প্রহর শেষে চক্ষু ভাসে জলে,
দূঃসহ যত দূঃখের দিনে  দেবতার ভরা কৃপা বিনে
   বিলীন হয় আপন ক্ষুদ্রতার তলে।
      ---------