ভালোবেসেছি আমি এই বাংলার মাটিকে
যার দেখায় আমার চোখ যে ভুলেছে,
ঐ মাটির দিগন্তে গোধূলীর শেষ আলোতে
আমার ঘরের সুপ্ত মাটি সহজেই জেগেছে।


আকাশে ডানা মেলা মাটির মর্মকথা শোনানো
ভোরের পাখির স্বপ্নের এলোমেলো ভাবনা সকল,
প্রাণের মাঝে লাফিয়ে বেড়ানো খেপামি সকল
সোনালী রোদের স্বপ্নছবির চক্ষুদানে রত।


সহসা কখন পাতায় পাতায় বারিবিন্দুর পতনে
দুর্যোগ হেনে বিধাতার বরে প্রাণ ফিরে পায়,
গহন বনের শাখায় শাখায় গন্ধবর্ণের অট্টহাসিতে
বনলক্ষীর শুভ্রশ্যামলতা আলোকভরা পূর্ণতায়।


সন্ধ্যাতারা ঐ দেখা যায় গিরিশিখর 'পরে
মাটির আড়ালে ঘরের কোণে শেষ ভরসার প্রদীপ জ্বলে,
দুঃসহ আতঙ্কের নিশিযাপনে সরিয়ে আচ্ছাদন
বীণার তারে শিল্পীর টানে বাণীময় যে ভুবন।
        ________