সে ছিল গুরু, আর আমি ছিলাম তার চেলা
তার কথায় নেচেছি, করেছি কত খেলা
সব দোষ ত্রুটি ভুল ছিল  কার...
এই দ্বন্দে বিচ্ছেদ ও ঘটেছে বহুবার
তবুও ছুটেছি প্রানের টানে,
আবেগ নিবারনে
দ্বন্দ টেকেনি বেশিদিন
টিকেছিল শুধু আবেগভরা কিছু মুহুর্ত ক্ষীণ.
কিসের প্রলাপ, কোথায় প্রলাপ, কোথায় বা তার নিবারণ
কিছুতেই এই স্মৃতিপট থেকে হবেনা তার নিস্কাশন ..