মানবে নাকি ? বলি যদি -
প্রেমও দুপ্রকার, স্বকীয়া ও পরকীয়া, 
আত্মপ্রেম ছেড়ে সবই দ্বিতীয়প্রকার,
যা যা নাড়ায় আমাদের হিয়া ।


সখা, পরকীয়া মানে সেকি শুধুই অবৈধ ?
আপেক্ষিকতার ফাঁদে হয় যে সেও বৈধ !  


ইতিহাস সাক্ষী জেনো,
যত ভুবন কাঁপানো গল্প ভালবাসার..
করেছ কি বিচার ?
কতোগুলোয় তার আছে গন্ধ পরকীয়ার ...


ছিল এক খুড়ো, হয়েছিলো বুড়ো,
প্রাণপাত করে করেছিল দূর ভুল বোঝার ভীতি,  
বিজ্ঞানের জগতে সেরা সে নাম -
আজও থিওরি অফ রিলেটিভিটি ।।


স্ত্রীর কাছে যা আজ সব পরকীয়া,
আমার চিত্তে তা কখনওই নয়...।
স্ত্রী যদি আসে পরে জীবনে তবে বল,
প্রথম প্রেম কি করে পরকীয়া হয় ?


তর্কের বশে যদি মানিও তাই, তবে,
মীরার কৃষ্ণপ্রেমও যে শুধুই পরকীয়া...
পারো যদি, সমাধান কোরো জটিল প্রশ্নের,
ভাল করে "শুনিয়া, বুঝিয়া ও ভাবিয়া" ।।