ঝাপসা আজ স্মৃতি,  তবু মনে মনে গাঁথি -


ওই দুরু দুরু বুকে, লাল চেলিতে সেজে,
যেদিন এসেছিলে এই জীবনে।
এক অপার্থিব অনুভূতির শিরশিরানি,
বয়েছিল আমার শয়ন-স্বপন-মননে।
দৃষ্টি এখন ছানি ঘেরা, তাই ঠাওরাতে না পারি,
ওই অদৃষ্টের দেওয়াল লিখন,
তবুও কপালে তোমার পেলব স্পর্শে,
আজও শান্ত কর অশান্ত এই মন।।


নিষ্ঠুর এই সংসার এর দলাপাকানো,
হাজারো কষ্টের আর কান্নার সীমানা ছাড়িয়ে।
ছিলে তুমি এবং আজও আছো পাশে,
শুধু স্নিগ্ধ ও নিঃস্বার্থ ভালোবাসার দু হাত বাড়িয়ে।
জীবন শুধুই নিয়েই গেলাম,
না শুধিতে পারলাম ঋণ তোমার।
হৃদয়ে এখনও উঁকি দেয় সেই রাঙা মুখখানি,
নববধূ সাজে, নিয়েছিলে ভার এই সংসার সমুদ্রর।।


অনেক চড়াই আর উতরাই ভেঙ্গেছি দুজনে,
একসাথে এই জীবন বন্ধুর পথে।
যখনি চেয়েছি, পাশে পেয়েছি তোমায়,
রেখেছ ওই কোমল হাতের ছোঁয়া এই হাতে।
অনেক আশা আকাঙ্খায় ভর করে,
এসেছিলে এ জীবন নাও'য়ে।
পুরেছে কি কিছু তার, জানি না প্রিয়ে,
ভাবি শুধু এসে এই জীবনের শেষপ্রান্তে।।  


ঝাপসা আজ স্মৃতি, তবু মনে মনে গাঁথি -
এখন শুধুই অন্ধকারের পথযাত্রী
জীবনযুদ্ধে পরাজিত আমি স্বীকার করি আজ,
চিরদিন ছিলে তুমি আমারই গরবিনী স্ত্রী।।


(চলবে)