একটা দমকা হাওয়া যদি আসে তো আসুক,
আমার এই মন পাখী যাবে উড়ে বহু দুর,
তেপান্তরের মাঠে গিয়ে দেখে আসবো তোমায়
পার করে সেই তেরো নদী আর সাত সমুদ্দুর ।


আজ যদি ভালবাসার ঝড় ওঠে তো উঠুক,  
চাই ভেসে যেতে চাই যেন খড়কুটো।
জানি তোমারও ভালবাসা নয় বধির ও মূক,
কি হবে যদি না শুনি দুজনে আজ সমাজ শুদ্ধির গুঁতো।


একটা দমকা হাওয়া যদি আসে তো আসুক,
যাক না যদি ভেঙ্গে যায় যত অন্ধ বিশ্বাস।
তোমার ভালবাসায় আজ উপচে পড়ুক বুক
যাক উঠে যাক সমাজের যত বস্তাপচা নাভিশ্বাস।


আজ যদি থরথর কাঁপে মেদিনী তো কাঁপুক,
ডরাই না আজ আর কারোর ভ্রুকুটিকে,
ব্যর্থ প্রেমে যদি একবার মন হারে তো হারুক,
উজ্জীবীত হব আবার নতুন প্রেমে, দেখে প্রকৃতিকে।  


একটা দমকা হাওয়া আজ যদি আসে তো আসুক,
দিক খুলে দিক সব জীর্ণ মনের আগল,  
চাই দিতে চাই আজ নিষিদ্ধ প্রেমের যৌতুক,
যাক বয়ে যাক মন নদীতে সমাজের যত বেনোজল।


কিন্তু একটা নিষিদ্ধ প্রেমের ঝড় তো উঠুক !!