আইডিয়াটা অসাধারণ বললেও, কম বলা হবে,


আপনি এগোন, অনুজ ভাই তাই অনুসরণ করে যাব।

তবে নয় শুধু অন্ধ ভাবে, আগে খুঁজব এ জগতমালায়,


পাই যদি খুঁজে এরকম আরও এক শত উদাহরণ

বুঝে নিই প্রথমে নিজে তার পর একসাথে করব,


ছন্দের ভরণ-পোষণ, দুজনে দেখা হবে যবে।।


লিখব, পড়ব, জানব আরও নতুন নতুন কায়দা,


সাধ্যে কুলোলে তৈরী করব আরও নতুন কোনও ছন্দ,

তুলব সাথে থাকার ফায়দা, ভাগ্যটা মোটেও নয় বিরূপ।।


ছাড়বো না হাত, পড়ব পায়ে, তবুও শিখেই বিদায় নেব,

নতুন ছন্দে পাকাব হাত , ভুল হলেও দিয়ো না গাল,

এই কবিতা উপহারে দেব, যদি সবারই পছন্দ হয়।।


  


*** এই কবিতাটি অগ্রজ কবি দাদা প্রনব কুসুম দত্তের উদ্দেশ্যে লেখা হল - ওনার সাম্প্রতিক আলোচনা সভাটি দেখে। একটি রম্য কবিতা,

অনুরোধ এটি ঠিক হল কিনা যাচাই করে বলবেন,  ভুল হলে মাপ চাওয়ার আশা রাখি।