এবার মরলে কবি হব,
ধনীর ঘরে জন্ম নেব
আধুনিকতার পাঠ পড়িয়ে,
দামী কলমের ডগা ভেঙ্গে,
পাঠক হৃদয় শুষে নেব।


দুখের কথা ভালো ভালো,
লিখে নিজের মন জুড়াব।
ছন্দ বিহীন সব দ্বন্দ দিয়ে,
ভালবাসার রঙ ছড়িয়ে,
পুরস্কার সব কিনে নেব।


তাই,
এবার মরলে কবি হব ।।


এসি ঘরে বসে বসে,
গরীব ঘরের গল্প লিখব,
বর্ষাতি মোড়া চক্ষু দিয়ে,
বর্ষার ওই আবেশ লিখে,
পাঠক হৃদয় জিতে নেব।


কবি হওয়া সহজ এখন,
করতে পারি অসাধ্য সাধন,
টাকার গদিতে বসে বসে,
সমাজ শুদ্ধির নীতি বলে,
জুড়ব সব কালের ভাঙ্গন,


কবিতার ওই গুঁতো দিয়ে,
নিজের ঢাক নিজে পেটাব,
যৌনতার সুড়সুড়ি দিয়ে
দেশী মদকে বোতলে পুরে,
সভায় নিজের দাম বাড়াবো।


তাই,
এবার মরলে কবি হব ।।


কালের হাওয়ার পালটি তুলে,
সুখের জোওয়ারে গা ভাসাব,
বিপদ হলে পালিয়ে গিয়ে,
সমাজশুদ্ধির ঠেঙ্গা দেখিয়ে,
পাঠককূলে আমি অমর হব।


যা খুশি তা ভাবতে পারো,
থোরাই তাতে কেয়ার করব,
লাভের গুড় পিঁপড়ে দিয়ে,
গরীবদের মিষ্টি রক্ত শুষে,
পেজ থ্রি পাতায় মুখ দেখাব,


শোন ভাই,
এবার মরলে কবি হবই ।।