ওহ দাদা , আপনি বুঝি ওই প্রথম বিশ্বের লোক ?
আপনারা নাকি বিরাজমান স্বর্গ, মর্ত্য, ত্রিলোক ।
ভুল হল ভাই, নরকের বদলে স্বর্গটা ছেড়ে দিয়েছি
তৃতীয় বিশ্বের লোকেরা যেন তাড়াতাড়ি হয় স্বর্গবাসী ।।


ও বাব্বা, পুরো মর্ত্যকেও ক্রমে করবেন বুঝি ধ্বংস ?
পুরোটাই হবে প্রথম বিশ্ব, থাকবে না কোনো অংশ ।
এর ভার আবার নিজের কাঁধে নিলেন কেন নেতা দা ?
ভার তো নিজেরা নিয়েছে, যাদের নেতারা আস্ত গাধা ।।


অর্থটা ঠিক গোচর হল না, বুঝিয়ে বলুন না দাদাভাই,
সুইস ব্যাঙ্কের লোভে দেশটা বেচে তোমাদের নেতারাই ।
আমাদের তোষামোদ করা রয়েছে তো ওদের রক্তে।
দেশভাগ করে যেন বিজয়ার মুড়ির মোয়া হাতে হাতে ।।


নিজেদের কিছু না থেকেও তাই আজ আমরা জগতসেরা,
সবকিছু থেকেও তাই এই বিশ্বে তোমরা আজ দিশাহারা ।।
চাবুক দিয়ে ওঠাই বসাই, জানি নেই কেউ আর মনের সচ্চা,
পায়ের কাছে ঘুরঘুর করে, যেন ঠিক ছাগলের তৃতীয় বাচ্চা ।।