নোয়াপাড়ার ওই নতুনবাবু লোকটা ভীষণ ভালো,
চামড়াগুলো ঝুলে গিয়ে যতই রংটা হোক না কালো ।
চুলগুলো সব উস্কোখুস্কো, আর খোঁচা খোঁচা দাড়ি,
এই জন্যই গিন্নীর সাথে তার এক যুগ ধরে আড়ি ।।


নতুনগিন্নী আবার অপরদিকে রাশভারী এক মানুষ,
ডাকসাইটে সুন্দরী তিনি, টলবে যে কোনো পুরুষ ।
সাজগোজ সব পরিপাটি তার, বলবে না কেউ বুড়ি,
উঠতে বসতে নতুনবাবুকে শুধু দেন ঝাঁটার  বাড়ি ।।


মনের দুঃখে নতুনবাবু হঠাৎ একদিন ঘর সংসার ছাড়ি,
কোনো এক দূর দেশেতে সবার অলক্ষ্যে দিলেন পাড়ি।
ভাবলো সবাই সাঙ্গ বোধহয় হল এবার দাম্পত্য কলহ ,
দুদিন বাদেই গিন্নী দেখি সজল চোখে খোঁজেন তার প্রিয়।


সাজগোজ তার সবই গেল, তাই হলেন বুড়ি থুথ্থুড়ে,
কেঁদেকেটে একসা তিনি, ভগ্ন হৃদয় ও তার ভগ্ন কুঁড়ে ।
দিন দশ পরে নতুনবাবু ফিরে এলেন আবার আগের রূপে,  
শুধু তোমাকেই ভালোবাসি ওগো- দুঃখ ঝরে গিন্নীর বিলাপে ।।


পরদিন থেকে ঝগরাঝাটি, কান্নাকাটি হল সবকিছুই বন্ধ,
সুখে দুখে মিলেমিশে দিলে তারা এক অন্য রূপকথার গন্ধ ।।