আমরা ভাই সাধারণ মানুষ, বড়ই সাধারণ,
স্বপ্ন দেখি লম্বা চওড়া, সবই নব জাগরণ ।
আমরা সব ছাপোষা ঘরের, বড়ই আটপৌড়ে,
খুন জখম রাস্তাঘাটে ? আগেই পালাই দৌড়ে ।
সৌজন্যতে শ্রেষ্ঠ আমরা, তুমি আগে আমি পরে,
বিপদে পড়লেই দেখি, সবাই তখন আমার পরে ।
আমরা ভাই সাধারণ মানুষ, দেশের জনসাধারণ,
অপরের পিএনপিসি তে করি  অবাধ বিচরণ ।।  


মন আমাদের নির্মল, প্রভু শুধু পকেটটা তে টান,
নেশায় খরচা হয় বেশী, তাই করা হয় না দান।
ব্রান্ডেড মাল সব শপিং করি, পাঁচতারা ওই মলে,
বার্গেনিং এ জাত চেনাই শুধু রাস্তার ডাবের জলে ।
পূজোর উদ্বোধনে ডাকি পর্ণস্টার সেলিব্রেটিকে,
ঘরের মেয়ে ধর্ষিতা হলে, ফিরাই না আর তাকে ।
আমরা ভাই সাধারণ মানুষ, খুবই  সাধারণ,
রাজনৈতিক আঁকচা-আঁকচিতে সবাই বিচক্ষণ।।


আমরা হলাম বেজায় সরল আর দূরদর্শিতায় কাঁচা,
অসুস্থকে পথে ফেলে তাই, চাচা আপন প্রাণ বাঁচা ।
দশটা-পাঁচটা আপিস আর, মা-বৌকে ব্যালান্স করা,
জীবনের ফিতায় বন্দী জীবন, প্রাণ হাঁসফাঁসে ভরা ।
চলনশীল জ্ঞানদা ভান্ডার, তাই সুযোগ পেলেই ঝাড়ি,
প্রতিবাদ, প্রতিরোধ সব, বনধ নামক ছুটিতেই সারি।
আমরা ভাই দেশের জনসাধারণ, শুধুই নীরব দর্শক,
সত্যি বলছি গো মনটা ভালো, খালি চোখটাই ধর্ষক ।।


আমরা দেশের জনগণ, পার্টিদের আশা ভরসার উৎস,
ব্রিগেডে গিয়ে শহর ঘোরার অভিজ্ঞতাও হয় দুর্ধর্ষ ।  
সময় বুঝে রং বদলাই, আর খিস্তি ঝাড়ি বিরোধীদের,
আমরাই তো জন্ম দিই, জনপ্রিয় ঘুষভক্ত নেতাদের।
দেশের স্বাধীনতা হল দুপুরে পোলাও আর কষা মাংস ,
বিকেলে ফুটবল, পিকনিক, কিছু মদের বোতল ধ্বংস।
দিনে থাকি ধর্ম নিয়ে, রাতে শরীর খেলার আয়োজন
আমরা ভাই সাধারণ মানুষ, সব দেশের জনসাধারণ ।।