মোবাইল আজ মানব জীবনে আশীর্বাদ না অভিশাপ  ?
বুড়ো দাদুর ঐ প্রশ্ন শুনে ঘোতনা বলে বাপ্ রে বাপ।
গুরুগম্ভীর এই প্রশ্ন দাদু, হঠাত আমায় কেন শুধালে ?
গুগলে তা পেয়ে যেতুম, কি করে যে ফোনটা হারালে।


বিজ্ঞানেতেই কাঁচা আমি শুধু, অন্য প্রায় সবই মুখস্থ,
জিজ্ঞাসা করেই দেখো না দাদু, বলব সব গড়গড়স্থ ।।
দাদু বলেন- আচ্ছা বাপু, আসল প্রশ্নটা এবারে শুনে যা,
তোর মায়ের আর দিদিমার ফোন নাম্বার শুধু বলে যা ।


প্রশ্ন শুনে আমাদের ঘোতন সোনার চোখ হল ছানাবড়া,
নাম্বার আর বলি কি করে, ছিলতো সব ঐ ফোনেই ভরা ।
দাদু বলে রেগে গিয়ে, আমার ল্যান্ডলাইনই ছিল ভালো ,
তখন আপনজনের নাম্বারগুলো মনে থাকতো করে আলো ।


হতচ্ছাড়া এই মোবাইল আবার জুটল এসে যবে থেকে,
আপনজনেদের কানেক্ট করল নতুন করে, নতুন ভেকে।
সাথে ভোলাল নাম্বারগুলোও, কেনই মিছে বাড়াবে চাপ,
এবার তো বল মোবাইলটা আজ আশীর্বাদ না অভিশাপ ?


*************************************