একদিন ভালবাসা কানে কানে বলে,
বল তো আমি কার হৃদমাঝারে রই।
মায়াবী ঐ প্রেম রাগ কার সাথে চলে,
কে বল আমার প্রাণেরও প্রিয় সই ।
একসাথে রই মোরা দুজনাতে জেনো,
মুদ্রার দুপিঠ দেখো দুপাশেতে থাকে,
আমরাও প্রেম করি পরস্পরে মেনো।    
যেখানেই যাই আমি, সাথে নিই তাকে।


চুপ থাকি আমি, উত্তর না পেয়ে শেষে,
ভালোবাসি আমি শুধু জানা আছে সেটা।
শতরূপে ভালবাসা বলে কাছে এসে,
"বিশ্বাসে" মিলব আমি, মনে রেখো এটা।
বিশ্বাসেই বিকশিত জেনো ভালবাসা,
অবিশ্বাসী মনে ঐ আশায় মরে চাষা ।।


************************************
সনেট -  বিন্যাস -  


কখকখ - গঘগঘ - চছচছজজ


৫০ তম - কবিতা প্রকাশের দিনে এই সনেটটি কবিবন্ধুদের উৎসর্গ করলাম, জানি না কবিতা কেমন হল, তবে এর অর্থ খুব সুন্দর।
আমার মতে যে কোনও ভালবাসার জন্মের প্রথম ধাপ একে অপরের প্রতি বিশ্বাস। বিশ্বাস না থাকলে মনে ভালবাসা কি থাকে ? আপনারাই বলুন।