আমার এই ছোট্ট ঝোলায়,
                    নিয়ে এসেছি হাসির মেলা,
কিনে যাও গো যাচাই করে,
                তাড়াতাড়ি নাও এইবেলা।
হরেক রকম হাসি আছে,
                দরকারী বা অদরকারী,
যেমন খুশি সাজতে পারো,
                হেসে হেসে খাও গড়াগড়ি।


আছে ঝোলায় মুচকি হাসি,
                 কিনতে পারো ঐ অট্টহাসি,
রাক্ষসও তুমি সাজতে পারো
                 কিনলে পরে রাক্ষুসে হাসি।
হতে পারো তুমি মোনালিসা,
                 যদি কেন এই স্মিত হাসি,
ভিঞ্চি সাহেবও কিনে ছিল,
                 আজও দেখ হয়নি বাসি।


নিয়ে নাও ওই মিষ্টি হাসি,
                   প্রেমিক যদি হও গো তুমি,  
সাজাও তোমার প্রেমিকাকে,
                বলবে দেখো তোমায় চুমি।
এছাড়াও আছে বাঁকা হাসি,
               দরকারী সেও নানা কাজে,
উপেক্ষা কর ঐ রাস্তা ঘাটে,
                রোমিওরা যত আজে বাজে ।


আরো আছে দেখ মেকী হাসি,
                তুলনা নেই তো পৃথিবীতে,
মুখে ভালো, আর পিছে গালি,
                জগত জোড়া চলছে এতে ।
নতুন নতুন প্রেমে পড়েছ ?  
                উত্তম কুমার হতে চাও ?  
প্রেমিকাকে চোখে হারালে
                 চোখের হাসিটা কিনে নাও।


আছে ঝোলায় ঐ দেঁতো হাসি,
                 পান চিবিয়ে চালিয়ে যাও,
হবেই তুমি রাজনীতিবীদ,
                 ওষ্ঠ ডগায় ঝুলিয়ে নাও।
হরেক রকম হাসি আছে,
                 দেরী তোমরা আর করো না,    
রামগরুড়ের ছানা হয়ে
                 হাসতে ভুলে আর যেও না।


খিলখিলিয়ে হাসতে থাকো,
                   শিশুর হাসিও আমি দেব,
প্রতি হাসির দাম অমূল্য,  
                    হাসির বদলে হাসি নেব।                    
একটি হাসি চেয়ো না শুধু,  
                 অপারগ সেটি দিতে আমি,  
নীরব হাসি - সবার দামী,
                 হাসেন দেখ ঐ  অন্তর্যামী ।।


***********************************