অনেক বছর পরে প্রিয়া, হবে দেখা মোহনায়,
থাকবো এক রকম, যেমনে ছিলাম দুজনায় ।
অব্যক্ত ভালোবাসার ফুল ফোটানোর কামনায়,
নিবেদিত মন-প্রাণ, আঁধারঘন নীল জোছনায় ।।


আবেশিত মেঘমল্লারে বাজাব শ্যামেরই প্রেমবাঁশী,
হৃদয় খুঁজে পাগলপারা, বলবে আরও কাছে আসি।
ভালবাসার মধুমেহতায় ভোগে ঐ আকাশের শশী,
তোমার রূপে ছটায় হারবে সে, যদি পাশাপাশি বসি।  


অনেক বছর  পরেও  একই থাকবে মন মোহনা,
এ মন যখন উর্দ্ধে উঠবে, ছাড়ি শরীরের কামনা,
মৃদু-মন্দ বাতাসও শোনাবে তোমার আগমনী বার্তা,
লাস্যময়ী প্রকৃতিও বলবে দেখ আসছে সেনোরিটা !!


চাঁদ যদিও বা প্রতারণা করে, বুজিয়ে তারই আলো,
মেঘলা আকাশে মুখ লুকিয়েও থাকবে কি সে ভালো ?
ডানা মেলে উড়ব আমি, সাথে রবে একমুঠো জোনাকি,  
খুঁজে নেব সেই আঁধার রাতে, পারবে নাতো দিতে ফাঁকি ।


অনেক বছর পরে দেখো, দেখা হবে ঠিক মোহনায়,
সেনোরিটা- থেকো না প্রেয়সী আর কোন দোটানায়
আমার নীলপরী, রুপোলী তনু, আর সদ্যস্নাত ঘ্রাণ,
নীলাম্বরী, আমার এটুকু চাওয়ার রেখো তুমি মান।


পারব না হতে মজনু আমি, পারব না হতে রোমিও,
তবু আশায় বুক বেঁধেছি, ঐ মোহনায় হাত ধরিও।  
প্রেমের জোয়ারে ভাসব আবার, লিখব আমি কবিতা,
নিপাতনেই সিদ্ধ প্রেমাণুকাব্য আমাদের সেনোরিটা !!