হাজার লোকের ভিড়ে, ব্যস্ত রাজপথে হঠাৎ ..
কে যেন বলে ওঠে ...
সায়ন তুই ভালো আছিস ..?
চকিতে, এক আকাশ বিস্ময়ভরা অবাধ্য মন তুই,
পিছন ফিরে শূন্য চোখের..বারবার
শূন্যস্থান পূর্ণ করতে গেছিস ...!


বড় চেনা স্বরে উদাসীন হাওয়া আজও বলে যায়...
পাগল সে যে আর তোর নয়..
তবুও অবাধ্য মন ঘোরে...
পিছনে বারে বারে...
যদি শেষবার সেনোরিটার দেখা পায়।


অসীম আকাশ কানে বলে যায়,
ভালোবাসা আর প্রেমের
সদাপরিচিত বাণী,
তবুও এই অভাগা মন...
কেন বলে বারে বারে তোকে ছাড়া আমি...
যেন সুদূর মঙ্গলগ্রহের প্রাণী ..


কেন ? মঙ্গলগ্রহে কি ভালোবাসা নেই?
নেই কি এখনো সেথায়..
কোনো ঐশ্বরিক প্রেম ...?
এখনো নাকি খেলা হয় সেথায়
নাসার ভাষাতে
বিজ্ঞান ও বিজ্ঞানীর গেম !


সেনোরিটা, যাব নিয়ে তোকে তবে  
যদি শেষবার আসিস,


নির্জন প্রান্তর ভরাব কোলাহলে,
ইতিহাস লেখাব নাসাকে দিয়ে....
উপমা দেওয়াব কবিদের দিয়ে...
গান বানাব যত সুরকার দিয়ে...


সেনোরিটা, থাকব শুধু,  
তুই, আমি, আর থাকবে আমাদের...
একান্ত মঙ্গলগ্রহের গান্ধর্ব প্রেম।।