চারিদিকে উত্তাল আজ সামাজিক জীবন,
প্রতিদিন প্রতিনিয়ত প্রতিবাদের পরম্পরা ......  
পেপারে, মনে সে চলছে - চলবে, চলতেই থাকবে আমরণ;
সকালের চায়ের ধোঁয়ায় ভাবনাটা যায় উবে,
                            ওগুলো কি আর আমার জন্য করা ?


আমি শুধুই দর্শক, টিভির বকবক আর আলোচনার,
মাসিক খরচে উঁকি দেয় শুধু গুটিকয়েক মোমবাতি......
বাঁধাধরা কিছু ফি শনিবার বড় ঠাকুরের হিসেবী দেনা-পাওনার,
বাঁচলে পরে জ্বালাবো ঠিক পরেরবারের মৌন মিছিলে,
                             এবারটায় না দিলে কি এমন ক্ষতি ?

ওগুলো তো রোজই হচ্ছে, আজ এখানে, কাল ওখানে,
কালের গড্ডালিকায় চলে যাচ্ছে রোজ আরো কত ......
ক-জন রেখেছে খবর আর, ক-জন ফের ফিরে গিয়েছে সেখানে,
গ্যাঁটের কড়ি খরচা করে কেন বলতো ডেকে আনব,
                              বাঁচার জন্য এ জীবনে ভয় শত শত।

তার চেয়ে, এই বেশ ভালো আছি নিউক্লিয়ার সংসারে,
শান্তিতে (?) আছি, সুখেই আছি বেশ মিলেমিশে এই......
দশটা-আটটা অফিস, বাড়ি ফিরে সময় দেওয়া টিভি ও পরিবারে,
সকাল রাত্রে মানিয়ে নেওয়া বৌ ও মায়ের মুখ-ঝামটা,
                               মন বলে, এর প্রতিবাদ করতে নেই।


জানি, তোমারও কত সময় ব্যয় হয় মানিয়ে নিতে,
প্রতিদিন, প্রতিনিয়ত প্রতিবাদ সব ঝরে যায় অঙ্কুরেই......
পৃথিবীর রক্তচক্ষুর ভাষা বুঝে নিই এ জীবনের পথে যেতে যেতে,
একটাই চাওয়া, ভালো থাকা, জল মেশানো দুধে ভাতে,
                          মেনেছি তাই এ জীবনে শুধু প্রতিবাদ করতে নেই ।।