বর্ষার ঝরঝর আবেগে ভরা রাত, ছন্দ লিখছিস আমার মন;  
বজ্রের ঝংকার বুকেতে জমে রয়, ধন্দে ফেলছিস মরণ পণ।


একবার বল আজ কেনবা ভিজে রয়, চক্ষু পল্লব গহীন তোর;
কোন কষ্ট-ব্যথায় এতটা জল সয়, দেখ না তুই ওই রঙ্গীন ভোর।


তোলপার রাত্তির অঝোর বারি মন, তুই কি ভাবছিস (?) পাতায় আয়,
মল্লার-বান্ধব জড়িয়ে প্রেম মন, ভয় যে পাচ্ছিস সময় বায় ।


ছন্দের সুর-তাল ভুলেছে বারবার, চেষ্টা কর মন জোনাক ঝাঁক;
তাও চায় আজ রাত, বুজিয়ে উত্তাপ, মন্দ ভুল সব আমার থাক।


কাল ভোর থাক তুই আলোকে ছড়ানোর, মন্দ্রমন্থর ফুলেল আশ;
আজ রাত ঠিকঠাক মনে তে নিয়ে রাখ, ছন্দ, রূপ রস যেমন খাস।


যেই দিন চোখ তোর, জাগিয়ে আশ-ফল, রত্ন খুঁজে পায় নতুন শ্বাস;
সেই দিন মন মোর হৃদয়ে ভরে সুর, মন্দ ছন্দর করুক চাষ ।।



**************************************


** উপরের কবিতাটি বাংলায় মন্দাক্রান্তা ছন্দতে লেখার একটি প্রয়াস মাত্র। এটি স্বার্থক প্রয়াস না অপপ্রয়াস তা জানার অপেক্ষাতে রইলাম আসরের কবিবন্ধুদের কাছ থেকে । আশা করি নিরাশ হব না ।